বান্দরবানে পুলিশের বাধায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা পণ্ড
পুলিশের বাধায় বান্দরবানে বিএনপির বিভক্ত কোনো পক্ষ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারিনি। তবে দুই পক্ষ রাস্তায় অবস্থান নিয়ে পৃথকভাবে সংক্ষিপ্ত সভা করেছে।
মঙ্গলবার বিকেল ৪টায় সাচিংপ্রু জেরী পক্ষ ও আবদুল মাবুদ পক্ষ বান্দরবান জেলা বিএনপি চৌধুরী মার্কেটের দোতলায় অস্থায়ী কার্যালয়ে বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি ঘোষণা দেয়। বিকেলে কার্যালয়ের সামনে সাচিংপ্রু জেরী সমর্থিত নেতাকর্মীরা জড়ো হতে থাকলে পুলিশ বিএনপির কার্যালয়ে প্রবেশে বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মহতুল হোসেন যত্ন বক্তব্য রেখে সভা শেষ করেন এবং মিছিল করেন। এতে নেতাদের মধ্যে জেলা বিএনপির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুববিষয়ক সম্পাদক মশিউর রহমান মিঠন, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় মহতুল হোসেন যত্ন বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার নামে দলের বহিষ্কৃতরা মিছিল-সমাবেশ করলেও শান্তি ভঙ্গের অভিযোগে পুলিশ মূল স্রোতধারার বিএনপির নেতাকর্মীদের দলীয় কার্যালয়ে প্রবেশে বাধা সৃষ্টি করেছে। পুলিশের এই বাধা অমানবিক ও অগণতান্ত্রিক আখ্যা দিয়ে তিনি বিএনপির কর্মসূচি পালনে পুলিশের বাধার তীব্র নিন্দা জানান।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির আবদুল মাবুদ পক্ষ শহরে মিছিল করেছে এবং পৌর শপিং কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সভা করে। এতে বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ বক্তব্য দেন। পুলিশের নির্দেশে দ্রুত সভা শেষ করে দেন। এই পক্ষে অন্যান্যের মধ্যে জেলা শ্রমিক দলের সহসভাপতি নুরুল ইসলাম, জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন তুষার, জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল, বিএনপি নেতা মাসুম, চনুমং মারমাসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আবদুল মাবুদ বলেন, বিএনপির আদর্শ বাস্তবায়নের জন্য লড়াকু সৈনিকরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে। শেখ হাসিনার সরকারকে উৎখাত না করা পর্যন্ত তৃণমূল পর্যায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করতে না দেওয়ায় পুলিশি বাধার তীব্র সমালোচনা করেন তিনি।
বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) আমীর হোসেন জানান, বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দলীয় কার্যালয়ে সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। তিনি জানান, বিএনপির দুই পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নিয়ে মাঠে নামত। তাই মিছিল-সমাবেশ করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। পুলিশ তৎপর থাকার কারণে কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়নি।
ক্যাপশন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানে দলটির দুই পক্ষের পৃথক কর্মসূচি। ছবি : এনটিভি