অ্যাটকো সভাপতির মুক্তির দাবিতে নড়াইলে মানববন্ধন
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে নড়াইলে মানববন্ধন হয়েছে।
আজ শুক্রবার সকালে নড়াইল এনটিভি দর্শক ফোরামের আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন করা হয়। এতে সাংবাদিক, সুধী সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, সহসভাপতি ও এনটিভির নড়াইল প্রতিনিধি এম মুনীর চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক আইনজীবী আবদুল হক প্রমুখ। এ সময় মোহাম্মদ মোসাদ্দেক আলীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তি জানানো হয়।