ফেসবুকে ভুয়া আইডি খুলে কটূক্তি, আ. লীগের সাবেক নেতা আটক
সামাজিক গণমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগে বান্দরবানে আওয়ামী লীগের এক বহিষ্কৃত নেতাকে আটক করেছে পুলিশ। তিনি হলেন বান্দরবান পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মো. মিজানুর রহমান বিপ্লব (৫২)।
গতকাল মঙ্গলবার আটকের সময় মিজানুরের কাছে পৌর কাউন্সিলর হাবিবুর রহমান খোকনের মুঠোফোন পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।
২০০৫ সালের ৪ এপ্রিল বান্দরবান পৌরসভার মেয়র থাকাবস্থায় মিজানুর রহমান বিপ্লবকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। এ ব্যাপারে মিজানুর রহমান বিপ্লব গত ২২ আগস্ট তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে দাবি করেন, স্বাধীনতাবিরোধী চক্র জামায়াত-শিবিরের সঙ্গে যোগসাজশ ও বীর বাহাদুরের (বর্তমানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী) কাছে ক্ষমা না চাওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়।
বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন এনটিভি অনলাইনকে জানান, ঢাকা সাইবার ক্রাইমের পরিচালক ম্যাজিস্ট্রেট তানভীর হাসানের নেতৃত্বে বান্দরবান সদর থানার পুলিশ গতকাল রাতে ফেসবুকে ভুয়া আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযানে নামে। এই অভিযানের অংশ হিসেবে সাবেক পৌর মেয়র মিজানুর রহমান বিপ্লবকে আটক করে। এ সময় একতা প্রিন্টার্স নামের এক ব্যবসাপ্রতিষ্ঠান থেকে একটি কম্পিউটার জব্দ করা হয়।
আমির হোসেন আরো জানান, মিজানুর রহমানের কাছে পৌর কাউন্সিলর হাবিবুর রহমানের ব্যবহৃত মুঠোফোন পাওয়া গেছে। কয়েকদিন ধরে মিজানুর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ বিভিন্নজনের বিরুদ্ধে ফেসবুকে ভুয়া আইডি থেকে নানা ধরনের কটূক্তি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।