বাগেরহাটে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বাগেরহাট শহরে সোহাগ শেখ (২২) নামের এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং দুই পায়ের রগ কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বুধবার রাতে এই ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখ বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার হাকিম শেখের ছেলে। তিনি বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সন্ত্রাসীরা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে সোহাগকে একটি অটোরিকশায় তুলে নেয়। পরে নির্জন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং দুই পায়ের রগ কেটে বাসাবাটি এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। এ সময়ে সোহাগের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর বাগেরহাট শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।