নেত্রকোনায় ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
নেত্রকোনার পৌর শহরের রাজুর বাজার এলাকা থেকে ৩০০ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় গণমাধ্যমকর্মীদের সামনে তাঁদের হাজির করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের সিরাজ আলী (৫৬), পূর্বধলা উপজেলার শ্রীপুর গ্রামের সালাম মিয়া (৩০) ও পূর্বধলা উপজেলার ফাইলাটি গ্রামের রওশন আলী (২৫)।
নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা সাড়ে ১১টায় অভিযান চালিয়ে রাজুর বাজার এলাকায় কেনাবেচার সময়ে ৩০০ ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল তাঁদের আদালতে পাঠানো হবে।