হবিগঞ্জে নির্যাতনের প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ
হবিগঞ্জে সাংবাদিককে থানায় নিয়ে নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। আজ শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর মডেল থানার সামনে সড়ক অবরোধ করে ওই বিক্ষোভ করেন সাংবাদিকরা।
সাংবাদিকরা জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল এসে’র হবিগঞ্জ প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবনকে থানায় নিয়ে নির্যাতন করে পুলিশ।
সাংবাদিকরা জানান, সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে তাঁর বাসা থেকে ‘মিথ্যা অভিযোগে’ আটক করে থানায় এনে অমানুষিক নির্যাতন করে পুলিশ। হবিগঞ্জ সদর হাসপাতালের রেজিস্টার খাতায় জীবনকে ‘পাবলিক এসল্ট’ (গণপিটুনি) উল্লেখ করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে কোন স্থানে গণপিটুনি দেওয়া হয়েছে পুলিশ তা বলতে পারেনি। অবিলম্বে জীবনকে ছেড়ে দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা দেবেন বলেন জানান সাংবাদিকরা।
বিক্ষোভে বক্তব্য দেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, রুহুল হাসান শরীফ, ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, শোয়েব চৌধুরী, মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী।