চান্দিনায় দুই হাজার পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার
কুমিল্লার চান্দিনায় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন চট্টগ্রামের আমিনুল হক (২৬) ও ইসলাম মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন তীরচর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আমিনুল ও ইসলামকে ইয়াবাসহ হাতেনাতে ধরা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল হক ও ইসলাম মিয়া চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর (মাদার গলি) রূপাবাদ এলাকার মৃত আবদুর রহিমের ছেলে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, মহাসড়কের তীরচর এলাকায় যানবাহনে অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দাউদকান্দিগামী মেঘনা পরিবহনের বাসে তল্লাশি চালান তাঁরা। তল্লাশিকালে আমিনুল ও ইসলামের প্যান্টের পকেট থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই মনির হোসেন আরো বলেন, আমিনুল ও ইসলামের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক আইনে একটি মামলা করা হবে।