ঈদে নিরাপদ সড়কের দাবিতে বরগুনায় মানবন্ধন
ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশের সব সড়ক ও মহাসড়ক যানজটমুক্ত রাখতে ও নিরাপদ আনন্দময় পথযাত্রার দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় সম্মিলিত সামাজিক আন্দোলন বরগুনা জেলা শাখার উদ্যোগে বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক ব্যক্তি অংশ নেয়।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, প্রতি বছর দুই ঈদ, পূজা-পার্বণসহ সব উৎসবের সময় সারা দেশের সড়ক-মহাসড়কে যাত্রী ও যানবহনের চাপ বেড়ে যায়। তার ওপর ফুটপাত দখল করে ভাসমান ব্যবসায়ীদের দৌড়াত্ম্য এসব সড়ক-মহাসড়কে যানজটের মাত্রা আরো বাড়িয়ে দেয়। এতে সর্বস্তরের যাত্রী সাধারণের ভোগান্তি চরম আকার ধারণ করে।
তাই আগে থেকেই এসব সড়ক মহাসড়কের ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি পরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নিশ্চিত করা হলে যাত্রী ভোগান্তি লাঘব করা যাবে।
এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন সম্মিলিত সামাজিক আন্দোলনের বরগুনা জেলা শাখার নেতৃবৃন্দ।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মঈনুল আবেদীন সুমন এবং বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল হাফিজ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাব উদ্দিন সাবু, উন্নয়নকর্মী মামুদ আলম, মাসউদ সিকদার, হুমায়ুন কবীর, সমাজকর্মী সোহেল মাহমুদ, সাংবাদিক রাসেল মৃধা, রিয়াজ আহমেদ মুসা এবং তরুণ লেখক আব্দুর রহমান সালেহ প্রমুখ।