শিক্ষকতার আড়ালে ইয়াবা ব্যবসা!
শিক্ষকতার আড়ালে ইয়াবা ব্যবসা করার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকলেছুর রহমানকে (৪২) সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি আজ বৃহস্পতিবার দুপুরে জরুরি বৈঠকে ওই সিদ্ধান্ত নেয়।
গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া থেকে মকলেছুর রহমান ও তাঁর এক সহযোগীকে ২৮৭টি ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করা হয় বলে র্যাব দাবি করেছে।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার প্রধান শিক্ষকের কক্ষে জরুরি বৈঠকে বসে বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি। এতে কমিটির সভাপতি মহিউদ্দিন বিশ্বাস, সদস্য নজরুল ইসলাম খান, শিক্ষক প্রতিনিধি শামীমা ইয়াসমিন, জসিম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মিন্টুসহ কমিটির সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন কমিটির সদস্যরা। এ সময় সভাপতির পক্ষে বিদ্যোৎসাহী সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘প্রধান শিক্ষক মকলেছুর রহমান দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত, এমন খবর আমরা পেতাম। কিন্তু তার প্রমাণ না থাকায় বিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি। এখন তিনি ইয়াবাসহ র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ায় জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে সাময়িক বহিষ্কার করা হলো।’
নজরুল ইসলাম আরো বলেন, গত মাসের প্রায় সবদিনই মকলেছুর রহমান অনুপস্থিত ছিলেন। তাই গত মাস থেকে বহিষ্কারাদেশ বহাল থাকা পর্যন্ত তাঁর বেতনও স্থগিত করা হলো। তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য শিক্ষা কর্মকর্তার কাছে সুপারিশ করা হবে বলেও জানান তিনি।
কুষ্টিয়া র্যাবের অধিনায়ক মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব‐১২, সিপিসি‐১, কুষ্টিয়া ক্যাম্পের একটি দল কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় অভিযান চালিয়ে ২৮৭টি ইয়াবাসহ মকলেছুর রহমান ও তাঁর সহযোগী শামীম আহমেদকে গ্রেপ্তার করে।
মুজিব বলেন, বোয়ালিয়া গ্রামের মকলেছুর রহমান দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। শিক্ষকতার আড়ালে দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ইয়াবা নিয়ে এসে শহরে বিক্রি করতেন।