নেত্রকোনায় বজ্রপাতে একজনের মৃত্যু
নেত্রকোনার মোহনগঞ্জে বজ্রপাতে সেলিম মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার সাতুর গ্রামে বাড়ির সামনের বিলে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।
সেলিম মিয়া সাতুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহম্মেদ জানান, সকালে বিলে মাছ ধরার সময় হঠাৎ ব্রজপাতে আশঙ্কাজনক অবস্থায় সেলিমকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। থানায় একটি জিডি করে লাশ তাঁর পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।