চাঁদপুরে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত
চাঁদপুরের পুরান বাজারে কথিত বন্দুকযুদ্ধে ইউনুস নামের এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পুরান বাজারের পূর্ব শ্রীরামদী এলাকার বালুর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত ইউনুস পুরান বাজারের মধ্য শ্রীরামদী এলাকার বাসিন্দা।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উল্লাহ অলি দাবি করেন, মাদক চালানের খবর পেয়ে পূর্ব শ্রীরামদী এলাকার বালুর মাঠে যায় পুলিশের একটি দল। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা ও গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।
এতে গুলিবিদ্ধ হন ইউনুস। আহত অবস্থায় তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশের পাঁচ সদস্য আহত হন বলেও দাবি করেন ওসি।
‘ঘটনাস্থল থেকে পুলিশ ১০৩ পিস ইয়াবা, একটি একনলা বন্দুক, দুটি গুলি, চারটি কার্তুজের খোসা ও দেশি অস্ত্র উদ্ধার করে। ইউনুসের বিরুদ্ধে চাঁদপুরসহ বিভিন্ন থানায় আটটি মাদক মামলা রয়েছে,’ যোগ করেন ওসি।