নেত্রকোনায় গৃহবধূ খুন, স্বামীর বিরুদ্ধে অভিযোগ
দাম্পত্য কলহের জেরে ছুরিকাঘাতে গৃহবধূ রিনা আক্তার (২৫) খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান জানান, উপজেলার আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামের মিজানুর রহমান বাবুলের সঙ্গে প্রায় তিন বছর আগে নেত্রকোনা সদর উপজেলার দূগিয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে রিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। তাঁদের দাম্পত্য জীবনে এক বছরের একটি শিশু রয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে স্বামী বাবুল রিনার বুকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। তাঁর আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পূবর্ধলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, রিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামী বাবুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।