গড়াই নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৪
ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদীতে চালবোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে চার ব্যবসায়ী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে গড়াই নদীর লাঙ্গলবাঁধ বাজারের গরু হাট এলাকায় নৌকাটি ডুবে যায়।
স্থানীয় বাসিন্দারা জানায়, পাংশা বাজারের বিক্রির জন্য ১৫২ বস্তা চাল নিয়ে ইঞ্জিন চালিত একটি নৌকা লাঙ্গলবাঁধ বাজারের গরু হাটের কাছাকাছি পৌঁছালে স্রোতের কবলে পড়ে। এ সময় নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা চারজন ব্যবসায়ীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
সন্ধ্যায় এ খবর ছড়িয়ে পড়লে নিখোঁজ ব্যক্তিদের স্বজনরাসহ নদীর পারে শত শত মানুষ ছুটে আসে। স্থানীয় বাসিন্দারা অবিরাম চেষ্টা চালিয়েও সন্ধান পায়নি চার ব্যক্তির।
লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) মকলেছুর রহমান সাংবাদিকদের জানান, গড়াই নদীতে চাল বোঝায় একটি নৌকা ডুবে গেছে। চারজন চাল ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।