‘রাজাকার কমান্ডার’ আমজাদ হোসেন মারা গেছেন
মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা থেকে গ্রেপ্তার হাজি আমজাদ হোসেন (৯০) মারা গেছেন। আজ শুক্রবার বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।
ঢামেক পুলিশফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মোজাম্মেল হক এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১১ আগস্ট ফুলবাড়িয়া উপজেলার কেশরগঞ্জ গ্রাম থেকে আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই দিন উপজেলার ভালুকজান গ্রামের রিয়াজ উদ্দিন ফকিরকে গ্রেপ্তার করে পুলিশ। এ দুজনের বিরুদ্ধেই ২০১৪ সালে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর মধ্যে আমজাদ হোসেন মুক্তিযুদ্ধের সময় রাজাকার কমান্ডার ও রিয়াজ উদ্দিন আলবদর কমান্ডার ছিলেন। গ্রেপ্তারের পরদিন ঢাকায় নিয়ে আসার পথে গাজীপুরের এক সড়ক দুর্ঘটনায় তাঁরা আহত হন। এ সময় চার পুলিশ সদস্যও আহত হন।
উপপরিদর্শক মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনায় আহত হওয়ার পর তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর আমজাদ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
কারাগারে অসুস্থ হয়ে পড়ায় গত ২৭ আগস্ট আমজাদকে আবার ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তিনি মারা যান বলে জানান পুলিশ কর্মকর্তা।