আবার ৭২ ঘণ্টার হরতাল
আবারও হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। চলমান অবরোধের মধ্যে আগামী রোববার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার হরতালের ঘোষণা দিয়েছে জোটটি। পাশাপাশি সোমবার সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচিও দিয়েছে। আজ শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের সই করা এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘গতকাল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠকের বিষয়বস্তু নিয়ে মিথ্যাচার করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিকে বিশ্বের কাছে লজ্জিত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।’
‘সব নাশকতা ও পেট্রলবোমাবাজিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সুষ্ঠু তদন্ত চাই। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী রাজনৈতিক নেতাকর্মীসহ নিরপরাধ মানুষকে ধরে নিয়ে যেভাবে গণহত্যা, গুম, অপহরণ এবং গুলি করে পঙ্গু বানাচ্ছে, তার প্রতিটি কর্মকাণ্ডের জন্য হুকুমদাতা হিসেবে প্রধানমন্ত্রী দায়ী থাকবেন।’ যোগ করেন সালাহ উদ্দিন।
বিএনপি যুগ্ম মহাসচিব বলেন, ‘জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়ের স্বীকৃতিবিহীন এই অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে থেকে যে রাজনৈতিক মহাদুর্যোগের সৃষ্টি হয়েছে, সেই দুর্যোগ থেকে জাতিকে উদ্ধার করার জন্য আমি প্রধানমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় ব্যবস্থায় নির্বাচনের ঘোষণা দেওয়ার জন্য আবারও আহ্বান জানাচ্ছি।’
গত কয়েক সপ্তাহ ধরে ছুটির দিন ছাড়া সব কর্মদিবসে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে হরতাল ডেকেছে ২০-দলীয় জোট। প্রথমে রবি থেকে বুধবার সকাল পর্যন্ত এই হরতাল ঘোষণা করা হয়, যা পরে শুক্রবার সকাল পর্যন্ত বাড়ানো হয়।