বাংলাদেশ-ভারত ইস্যু শিগগিরই নিষ্পত্তি হবে : মেনন
ছিটমহলসহ বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন ইস্যুগুলো আলোচনার মাধ্যমে শিগগিরই নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারত ভৌগোলিক সীমারেখায় বিচ্ছিন্ন হলেও ঐতিহাসিক কারণে দুই দেশের মানুষের মন এক।
বাংলাদেশে সফররত ইন্ডিয়ান চেম্বার অব কমার্স-এর একটি প্রতিনিধিদল আজ মন্ত্রীর সাথে মিন্টো রোডে তাঁর সরকারি বাসভবনে সাক্ষাৎ করে। এ সময় মন্ত্রী এসব কথা বলেন।
দিলোইটি টিটি-এর এমডি এবং আইসিসি প্রেসিডেন্ট রূপেন রায় এগার সদস্যের ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন টিটাগড় ওয়াগনস লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান জগদীশ প্রাসাদ চৌধুরী, পাট্রন গ্রুপের এমডি হর্ষবর্ধন নিয়োতিয়া, রবি অটো গ্রুপের চেয়ারম্যান রবি পোদ্দার, শাহারিয়া গ্রুপের চেয়ারম্যান এম কে শাহারিয়া, ইন্ডিয়ার চেম্বার অব কমার্সের মহাপরিচালক রাজেব সিংহ, ফিয়াল জিএমবিএইচ-এর চেয়ারম্যান আছিম ক্লিংগবার্গ এবং সিইও ডিকে ব্যানার্জি।
প্রতিনিধিদল ঢাকা-আগরতলা বিমান ফ্লাইট চালুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। মন্ত্রী এ ব্যাপারে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের পর্যটন খুবই লাভজনক একটি খাত। নদী-পাহাড়-সাগর থেকে শুরু করে বিস্তীর্ণ বনভূমি এবং ঐতিহাসিক নিদর্শন, বলতে গেলে পর্যটকদের চিত্তাকর্ষক সবই আছে।