মুন্সীগঞ্জে তিন বাসের সংঘর্ষে আহত ১২, মহাসড়কে যানজট
মুন্সীগঞ্জের লৌহজংয়ে যাত্রীবাহী তিনটি বাসের সংঘর্ষে অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন। এ সময় মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।এতে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে দেখা দেয় যানজট।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া চৌরাস্তায় ডিএম, পর্যটক ও বিআরটিসি পরিবহনের বাসের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মাওয়া নৌফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. ইউনুস এনটিভি অনলাইনকে জানান, মাওয়া চৌরাস্তায় ডিএম ও বিআরটিসি পরিবহনের দুটি বাস যাত্রী ওঠানোর জন্য দাঁড় করানো ছিল।বরিশালগামী পর্যটক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ডিএম পরিবহনের বাসকে ধাক্কা দেয়। তখন ডিএম পরিবহনের বাসটি বিআরটিসির বাসটিকে ধাক্কা দেয়। এতে ১২ জন আহত হন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।