গাইবান্ধায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত একজন হলেন জয়পুরহাটের কালাই উপজেলার বফলগাড়ী গ্রামের মোজাহার আলী আকন্দের ছেলে মেহেদী হাসান। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সকালে ঢাকাগামী মায়ের আচল পরিবহনের সঙ্গে রংপুরগামী দুই কন্যা পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।