চাঁদাবাজি অনেকটা বন্ধ হয়েছে : নৌমন্ত্রী
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ঈদ এলে ঘাটসহ বিভিন্ন স্থানে যে চাঁদাবাজি হয় তা এখন অনেকটা বন্ধ হয়েছে। ভবিষ্যতে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হবে।
আজ শনিবার দুপুরে মাদারীপুরে জনতা ব্যাংক আয়োজিত বঙ্গবন্ধুর ৪০তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
ঈদের আগেই কাওরাকান্দি-শিমুলিয়া নৌপথে নাব্য পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আশা ব্যক্ত করে মন্ত্রী আরো বলেন, নাব্যতা ফিরিয়ে আনতে পদ্মা সেতু এলাকায় চীনের ড্রেজার কাজ শুরু করেছে।
জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আলী আহম্মেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক নেছার উদ্দিন আহমেদ, ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা জিকরুল হক প্রমুখ।