সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বাসের ধাক্কায় একটি পিকআপের আটজন নিহত হয়েছে। সাতজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সৈয়দপুরের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শাহাজাহান পাশা বলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা থেকে একদল তরুণ পিকআপ ভাড়া করে রোববার সকালে দিনাজপুরের স্বপ্নপুরী পিকনিক স্পটে যান। সারা দিন সেখানে কাটিয়ে সন্ধ্যার পর দেবীগঞ্জের উদ্দেশে রওনা দেন। পথে রাত ১০টার দিকে সৈয়দপুরের ধলাগাছ এলাকায় বাইপাস সড়কে দূরপাল্লার একটি বাস ওই পিকআপের পেছনের অংশে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আটজনের লাশ উদ্ধার করে। আহত সাতজনকে সৈয়দপুর সরকারি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে।