বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টির ক্ষেত্র : আনিসুজ্জামান
বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষাদানের জায়গা নয়। বিশ্ববিদ্যালয় নতুন জ্ঞান সৃষ্টির ক্ষেত্র। যে জ্ঞান ছাত্রদের শিক্ষাদানের পাশাপাশি সমগ্র মানবসমাজকে উপকৃত করবে।
আজ শনিবার দুপুরে নরসিংদীর শিবচরে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আনিসুজ্জামান এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ও শিবপুর আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সহসভাপতি ডা. মিনহাজ উদ্দিন, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আসাদুজ্জামান, আবদুল কাদির মোল্লা, সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহান উদ্দিন, শিবপুর শহীদ আসাদ কলেজের সাবেক অধ্যক্ষ নূরুল ইসলাম, শিবপুর শহীদ আসাদ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল হারিজ রিকাবদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আশ্রাফ প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা বলেন, এই প্রথম নরসিংদীতে বেসরকারিভাবে বিশ্ববিদ্যালয় চালু হতে যাচ্ছে। এর ফলে নরসিংদীসহ আশপাশের শিক্ষার্থীদের ঢাকামুখী হতে হবে না।