নাটোরে ছাত্রীদের স্কুলে না পাঠানোর ঘোষণা
শিক্ষককে মারপিটের প্রতিবাদে মানববন্ধন করেছেন নাটোরের নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। মারপিটের ঘটনার সুষ্ঠু বিচার না হলে অনির্দিষ্টকালের জন্য শিক্ষার্থীদের স্কুলে না পাঠানোর ঘোষণা দিয়েছেন অভিভাবকরা।
শনিবার দুপুরে শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে অভিভাবকরা মারপিটের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান চন্দ্র জানান, বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী রাইসা খন্দকার দীর্ঘদিন ক্লাসে অনুপস্থিত থাকার পর গত ২৭ আগস্ট বিদ্যালয়ে যায়। এ দিন বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক সঞ্জিত কুমার প্রামাণিক ক্লাসে না আসার কারণ জানতে চান। কিন্তু সন্তোষজনক জবাব না পেয়ে ক্ষুব্ধ হয়ে শিক্ষক ওই ছাত্রীকে চড়-থাপ্পড় মারেন।
এই চড়-থাপ্পড় মারার খবর পেয়ে রাইসার অভিভাবকরা স্কুলে গিয়ে শিক্ষক সঞ্জিতকে মারপিট করে চলে যান।
শিক্ষক সঞ্জিতকে মারপিটের ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। সেইসঙ্গে রাইসা খন্দকারের অভিভাবকদের যথাযথ বিচার দাবি করেন তারা।