মহড়া দিতে গিয়ে অস্ত্রসহ আটক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাটে আজ শুক্রবার মহড়া দিতে গিয়ে বিদেশি পিস্তল ও পাঁচটি গুলিসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ধস্তাধস্তি করতে গিয়ে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী আহত হন।
গ্রেপ্তার হওয়া দুজন হচ্ছেন মো. রকি (২১) ও আবদুল আহাদ (১৮)। পুলিশ তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে।
লৌহজং থানার এসআই রেজাউল হক জানান, দুপুর আড়াইটার দিকে শিমুলিয়া-কাওরাকান্দি নৌপথের শিমুলিয়া ফেরিঘাটে স্পিডবোটের সিরিয়াল নিয়ে স্থানীয় লোকজনের দুই পক্ষে ঝগড়া বাধে। খবর পেয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মোটরসাইকেলে করে দুই তরুণ মহড়া দিতে গেলে পুলিশ তাদের আটক করে। দুজনের কাছে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল ও পাঁচটি গুলি পাওয়া যায়। আটক করার সময় তাদের সঙ্গে ধস্তাধস্তিতে নৌফাঁড়ির এসআই ইউনুছ আলী সামান্য আহত হন। তাঁকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।