বান্দরবানে আগ্নেয়াস্ত্রসহ দুজন আটক
বান্দরবানের রুমা উপজেলার চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা। এ সময় দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৭০টি গুলি, টাকা, চাঁদার রসিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সেনা সূত্র জানায়, রুমা সেনা গ্যারিসনের মেজর মেহেদীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল আজ রোববার ভোরে উপজেলার চরপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মিহির চাকমা ও উক্যসিং মারমা নামের দুই পাহাড়ি সন্ত্রাসীকে আটক করা হয়। আটক দুজন দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবস্থান করে চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানা গেছে।
মেজর মেহেদী জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রসহ রুমা থানায় সোপর্দ করা হবে।