ধর্ষণ চেষ্টার দায়ে কিশোরকে তিন বছর সাজা
খাগড়াছড়িতে ধর্ষণ চেষ্টার দায়ে এক কিশোরকে (১৫) তিন বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির শিশু আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ রত্নেশ্বর ভট্টাচার্য এই রায় ঘোষণা করেন।
জানা যায়, ওই কিশোরের বাড়ি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায়। ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি প্রতিবেশীর চার বছরের এক শিশুকে নিজ ঘরে এনে ধর্ষণের চেষ্টা চালায় কিশোর। এই ঘটনায় শিশুটির বাবা তখন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। অবশেষে অভিযোগটি প্রমাণিত হওয়ায় আদালত আজ ওই কিশোরকে গাজীপুরের কিশোর উন্নয়ন কেন্দ্রে তিন বছর আটক রাখার নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো এসব তথ্য জানিয়েছেন।