চুনোপুঁটি মারা হচ্ছে : এরশাদ
মাদকবিরোধী অভিযানের প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘রাজপ্রাসাদ সব খালি, রাজারা নেই। কারা মাদক ব্যবসা করে আমরা জানি, সবাই জানি। কিন্তু তাঁরা এখানে নেই, ছোট চুনোপুঁটি মারা হচ্ছে।
আজ শুক্রবার তিন দিনের সফরে রংপুরে এসে সাবেক রাষ্ট্রপতি স্থানীয় সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘মাদক দমন করা প্রয়োজন। এটা আমাদের সমাজকে ধ্বংস করেছে। তাই কিছু লোক যদি মারাও যায় সেটা গ্রহণ করা উচিত এখন।’
‘যদিও বিনাবিচারে মৃত্যু আমি সর্মথন করি না।’
‘যারা মাদকের ব্যবসা করছে, সমাজকে নষ্ট করছে, যুব সমাজকে নষ্ট করছে- তাদের মৃত্যুতে আমাদের কোনো শোক নেই’, যোগ করেন এরশাদ। তিনি আরো বলেন, ‘যাই হউক, অভিযান শুরু হয়েছে, অভিযান সফল হউক, আমরা সবাই কামনা করি আল্লাহ কাছে।’
এ সময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তারসহ রংপুর জেলা ও মহানগর জাতীয় নেতারা উপস্থিত ছিলনে।