বরগুনায় হলো চাকরি মেলা
বেকারত্ব লাঘবে বরগুনায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী চাকরি মেলা। আজ রোববার সকাল ১০টায় শুরু হয়ে এই চাকরি মেলা বিকেল ৪টায় শেষ হয়।
সকালে জেলার বঙ্গবন্ধু কমপ্লেক্সে মেলার শুভ উদ্বোধন করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিচুর রহমান।
দাতা সংস্থা অক্সফামের সহযোগিতায় উপকূলীয় উন্নয়ন সংগঠন জাগো নারীর রিকল-২০২১ প্রকল্পের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার।
দিনব্যাপী এ মেলায় স্থানীয় বিভিন্ন উন্নয়ন সংগঠন ১১টি স্টল নিয়ে অংশ নেয়। এ সময় তারা শতাধিক পদের জন্য পাঁচ শতাধিক তরুণের জীবন বৃত্তান্ত (সিভি) গ্রহণ করে।
এ ছাড়া বেকার যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্র চিহ্নিত করার পাশাপাশি বিভিন্ন চাকরি প্রদানকারী সংস্থাগুলোর চাকরির নিয়মনীতি চাকরি প্রত্যাশীদের মধ্যে তুলে ধরা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, রিকল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান ও জাগো নারীর কমিউনিকেশন ডিরেক্টর ডিউক ইবনে আমিন।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের প্রথম কমিউিনিটি রেডিও লোকবেতার, উন্নয়ন সংগঠন সংগ্রাম, ঠিকাদারি প্রতিষ্ঠান আল মামুন এন্টারপ্রাইজ, কামাল এন্টারপ্রাইজ, আহনাব টেলিকম, ব্যবসায়ী প্রতিষ্ঠান হুমায়ুন স্টোর, নাহার টেলিকম, দুরন্ত টেলিকম, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং পলিকন্সট্রাকশন ছিল অন্যতম।