এটা অন্ধকার যুগ : এরশাদ
বর্তমান সময়কে অন্ধকার যুগ বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘আমরা বাঁচার অধিকার হারিয়ে ফেলেছি।’
urgentPhoto
আজ রোববার কুমিল্লায় বীরচন্দ্রনগর মিলনায়তনে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এইচ এম এরশাদ এ কথা বলেন। ৩০ বছর পর কুমিল্লায় অনুষ্ঠিত হলো জাতীয় পার্টির সমাবেশ।
এইচ এম এরশাদ বলেন, ‘নাভিশ্বাস উঠেছে মানুষের। মানুষ আজ কথা বলতে পারে না। গণতন্ত্র মানে কী? মানে, আমি কথা বলতে পারব। লেখার অধিকার আছে আমার। গণতন্ত্রের অর্থ হলো বাঁচার অধিকার আছে আমার। আমরা বাঁচার অধিকার হারিয়ে ফেলেছি। কে কখন গুম হবে, কে কখন হত্যার শিকার হবে, আমরা কেউ বলতে পারি না।’
এরশাদ আরো বলেন, ‘মাঠে রয়েছে দুই দল। জাতীয় পার্টি ও আওয়ামী লীগ। সুশাসন নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। ইউনিভার্সিটিতে শিক্ষকের গায়ে হাত তুলছে ছাত্ররা। আমরা তো শিক্ষকের পায়ে হাত দিয়ে সালাম করতাম। সেই শিক্ষকের গায়ে হাত তোলে ছাত্ররা। এটা অন্ধকার যুগ।’
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বয়ক সংসদ সদস্য নুরুল ইসলাম মিলন এমপির সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, পানিসম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ।