বাংলাদেশি টিভিতে অসুবিধা নেই : মমতা
ভারতে বাংলাদেশি টেলিভিশন চ্যানেল সম্প্রচারের আমন্ত্রণ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বাংলাদেশি টিভি চ্যানেল প্রচারে কোনো বাধা নেই।
আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। ‘বৈঠকী বাংলা’ শিরোনামে ভারতীয় হাইকমিশন এ মতবিনিময় সভার আয়োজন করে।
অনুষ্ঠানে বাংলাদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা পশ্চিমবঙ্গে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল প্রবেশের বাধার বিষয়টি তুলে ধরেন। মমতা বলেন, ‘আনিসুজ্জামান সাহেব বলেছেন, রামেন্দু মজুমদার বলেছেন টিভি চ্যানেলগুলোর কথা যে আমরা আপনাদেরটা দেখতে পাই, আমাদেরটা আপনারা দেখতে পান না। আমার মনে হয়, এতে কোনো বার (বাধা) নেই। যদি কেউ ব্যবসায়িকভাবে এটা করতে চায়, করতে পারে। আপনারা আসুন না, করতে চাইলে কোনো অসুবিধা নেই।’
বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রের বর্তমান অবস্থা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে একটা জট খোলার চেষ্টা করছি দুই দেশের। কিছুতেই জটটা কাটছে না। সিনেমার সমস্যা টিকেই আছে, তা পরিষ্কার করতে হবে।
এ জন্য দুই দেশের যৌথ কমিটি দরকার।’ কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নাম প্রস্তাব করেন। তিনি বলেন, ছয় সদস্যের এ কমিটিতে তিনজন থাকবেন বাংলাদেশের আর তিনজন পশ্চিমবঙ্গের। কমিটির অন্য সদস্য হিসেবে তিনি চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ ও চিত্রনায়ক প্রসেনজিতের নাম প্রস্তাব করেন।