ফেনসিডিল ও প্রাইভেট কারসহ কুমিল্লায় আটক দুই
প্রায় ১০ লাখ টাকার ফেনসিডিল এবং একটি প্রাইভেট কারসহ দুই ব্যক্তিকে আটক করেছে কুমিল্লার হাইওয়ে পুলিশ। আজ রোববার চান্দিনার বল্লারচর এলাকা থেকে এঁদের আটক করা হয়।
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের সুপার মো. রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাশরুরুল হকের নেতৃত্বে একটি দল আজ ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার হাড়িখোলা এলাকায় একটি প্রাইভেট কারকে তল্লাশির জন্য থামার সংকেত দেয়। তবে পুলিশ দেখে দিক পরিবর্তন করে গ্রামের দিকে পালিয়ে যেতে থাকে কারটি। এ সময় পুলিশ তাদের পেছন থেকে ধাওয়া করলে বল্লারচর এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় একটি পুকুরে পড়ে যায় গাড়িটি।
পরে পুলিশ ওই পুকুর থেকে গাড়িটি উদ্ধার করে। সে সময় গাড়ি থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের এক হাজার ৩০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ছাড়া গাড়ির চালক কুমিল্লার সদর দক্ষিণ এলাকার সালমানপুর গ্রামের ফারুক হোসেন এবং তাঁর সহকারী লক্ষ্মীপুর জেলার মিরিকপুর গ্রামের রাজুকে আটক করা হয়। গাড়িটিও থানায় নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে চান্দিনা থানায় মাদক আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান হাইওয়ে পুলিশ সুপার মো. রেজাউল করিম।