নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৬
নেত্রকোনায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। কাভার্ডভ্যান চালক জহিরুল হককে আটক করেছে পুলিশ।
আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের ঝাউশি এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। পুলিশ তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি। তবে তাঁর বয়স আনুমানিক ৫০ বছর হবে।
নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই অটোরিকশাটি সদর উপজেলার ঝাউশি নামক স্থানে পৌঁছালে নেত্রকোনা থেকে ছেড়ে যাওয়া কোহিনুর কোম্পানির কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সব যাত্রীই আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠালে সেখানে একজন মারা যান। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান ও এর চালককে আটক করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন শেফালী (৪০), নাজিম (৬০), মমতা (৩৫), রুবেল (২৫) ও অজ্ঞাত পরিচয়ের দুজন। মমতা ছাড়া বাকিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোস্তাফিজুর রহমান।