ময়মনসিংহে খাদ্য কর্মকর্তা মারধরের আট আসামি কারাগারে
ময়মনসিংহের কেন্দ্রীয় খাদ্যগুদামে (সিএসডি) তিন কর্মকর্তাকে মারপিটের ঘটনার প্রধান আসামি কেন্দ্রীয় খাদ্যগুদামের শ্রমিক লীগ সভাপতি আনোয়ার হোসেনসহ আটজনের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ বিচারক আহসান হাবিব এ নির্দেশ দেন। পরে ওই আট আসামিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই গুদামে নিম্নমানের চাল নিতে অস্বীকৃতি জানালে ময়মনসিংহ সদর উপজেলার খাদ্য পরিদর্শক (কারিগরি) আলাউদ্দিন, সিএসডির ব্যবস্থাপক শেখ সানোয়ার হোসেন, উপজেলা খাদ্য পরিদর্শক আরিফুর রহমানসহ তিন কর্মকর্তাকে মারপিট করেন আনোয়ার হোসেন ওরফে আনু দারোগা ও তাঁর সহযোগীরা।
এ ঘটনায় গত ২৯ জুলাই মো. আলাউদ্দিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় আনোয়ারসহ ১০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান তদন্ত শেষে গত ২০ আগস্ট ১০ জনের নামে দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলা দায়ের ও অভিযোগপত্রের পর থেকে আনোয়ার পলাতক ছিলেন। আজ রোববার তিনি ও তাঁর সহযোগীরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে আনোয়ারসহ আট আসামিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।