টকশো মনিটরিংয়ে কমিটি আছে : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সম্প্রচার কমিশন প্রতিষ্ঠিত হলে টকশোর জন্য সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা সম্ভব হবে। এতে টকশোগুলোতে বিকৃত ও অসত্য তথ্য উপস্থাপনের সুযোগ থাকবে না।
এ সময় মন্ত্রী আরো বলেন, বর্তমানে বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত অনুষ্ঠান, টকশো ও সংবাদ নিয়মিত মনিটরিং করার জন্য একটি কমিটি রয়েছে।
আজ রোববার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আরো বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ কার্যকর করতে প্রস্তাবিত দুটি আইন প্রণীত হলে সম্প্রচার কমিশন প্রতিষ্ঠিত হবে।
জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪-এর তৃতীয় অধ্যায়ের এক অনুচ্ছেদে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য বা উপাত্ত পরিহারের জন্য বলা হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী আরো বলেন, নীতিমালাটি কার্যকর করার জন্য সম্প্রচার আইন-২০১৫ এবং সম্প্রচার কমিশন আইন-২০১৫ প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত আইন দুটি প্রণীত হলে টকশোতে বিকৃত ও অসত্য তথ্য উপস্থাপনের সুযোগ থাকবে না।
তথ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ টেলিভিশনে বিকৃত ও অসত্য তথ্য প্রদান করে জনগণকে বিভ্রান্ত করার মতো কোনো অনুষ্ঠান কিংবা টকশো প্রচারের সুযোগ নেই। সরকারি ও জাতীয় ইলেকট্রনিক গণমাধ্যম হিসেবে বাংলাদেশ টেলিভিশন জাতির কাছে পুরোপুরি দায়বদ্ধ।
সরকারি দলের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, বর্তমানে বাংলাদেশে ভারতের ৩২টি পে-চ্যানেল এবং আটটি ফ্রি-চ্যানেল সম্প্রচারিত হয়। বাংলাদেশের টিভি চ্যানেলের বিষয়ে ভারতীয় দর্শকদের যথেষ্ট আগ্রহ রয়েছে এবং বাংলাদেশের চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। তবে বিদেশি টিভি চ্যানেল প্রদর্শনের ক্ষেত্রে ডাউনলিংক ফি বেশি হওয়ায় ভারতীয় টিভি ক্যাবল অপারেটররা এ বিষয়ে আগ্রহী হচ্ছেন না। বিষয়টি ভারতীয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হয়েছে।
তথ্যমন্ত্রী আরো জানান, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে দূরদর্শনের একটি চ্যানেল ডিটিএইচ প্রযুক্তির মাধ্যমে বিটিভির অনুষ্ঠান প্রচারের বিষয়ে তাঁর সম্মতি পাওয়া গেছে। সে অনুযায়ী দূরদর্শন ও বিটিভির মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে। যেকোনো ভারতীয় দর্শক বা ক্যাবল অপারেটর ডাউনলিংকের মাধ্যমে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও সংসদ টেলিভিশনের অনুষ্ঠান উপভোগের সুবিধা পাচ্ছেন।