রাজনীতি থেকে খালেদা জিয়াকে বিতাড়িত করতে হবে : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজনীতির মঞ্চ থেকে ‘আগুন সন্ত্রাসের’ নেত্রী খালেদা জিয়াকে বিতাড়িত করার মধ্য দিয়ে রাজনীতি এবং বাংলার মাটি পবিত্র হবে।
আজ শুক্রবার বিকেলে একুশের বইমেলায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে ‘তিন দাগে ঘেরা বাংলাদেশ’ এবং ‘ঘুরে দাঁড়ানোর অর্থনৈতিক রাজনৈতিক চিন্তা’ শিরোনামে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন হয়। অনুষ্ঠানে লেখক হিসেবে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি এ কথা বলেন। এ সসময় তিনি ‘সেই পবিত্র করার সংগ্রাম এই দুটো বইয়ে রাখা আছে’ উল্লেখ করে বই দু’টো পড়ার জন্য এবং ঐক্যবদ্ধ থাকার জন্য সকলকে আহ্বান জানান।
পশ্চিমবঙ্গের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনার্য প্রকাশনী তাঁর এই বই দুটি প্রকাশ করেছে।
তথ্যমন্ত্রী তাঁর প্রতিক্রিয়ায় আরো বলেন, ‘বই দুইটি আজ জনগণের দরবারে পেশ করলাম। ‘তিন দাগে ঘেরা বাংলাদেশ’ মানে একুশের ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের গণতান্ত্রিক বিপ্লব। এই ভাষা, স্বাধীনতা ও গণতন্ত্র- এই তিন দাগে বাংলাদেশ ঘিরে আছে। এই তিন দাগকে যারা স্বীকার করে, বাংলাদেশকে তারা আলোর পথে নিয়ে যায়। এই তিন দাগকে যারা অস্বীকার করে, তারা সাম্প্রদায়িক জঙ্গিবাদি যুদ্ধাপরাধী চক্র। তারা বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দেয়।’
ইনু বলেন, ‘এই তিন দাগে ঘেরা বাংলাদেশকে আলোর পথে নিতে সরকার সর্বাত্মক উদ্যোগ নিয়েছে। বাধা দিচ্ছে আগুন সন্ত্রাসী, জঙ্গিবাদি নাশকতাকারীরা। এই তিন দাগে ঘেরা বাংলাদেশের ঘরে আগুন সন্ত্রাসীরূপী শয়তান প্রবেশ করেছে। আর বাংলাদেশের রাজনীতির মঞ্চে আগুন সন্ত্রাসীদের সাথে নিয়ে খালেদা জিয়া ভিলেনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আগুন সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।’