ঈশ্বরগঞ্জে পিস্তল, গুলিসহ ইউপি সদস্য আটক
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজাবাগ গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে আটক করেছে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, আজ সোমবার ভোরে ইউপি সদস্য মুর্তজা আলীকে (৪৫) তাঁর নিজ বাড়ি থেকে আটক করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি। তাঁর বিরুদ্ধে থানায় অপহরণসহ দ্রুত বিচার আইনে ছয়টি মামলা রয়েছে বলে জানান তিনি।