চান্দিনায় গণপিটুনিতে একজন নিহত
কুমিল্লার চান্দিনার মহিচাইলে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ইউনুছ (৩৩) নামের একজন নিহত হয়েছে। তিনি ওই এলাকার সলিমুদ্দিনের ছেলে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহম্মদ নিজামী জানান, গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে মহিচাইলে ডাকাতরা একটি মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা করলে যাত্রীরা চিৎকার শুরু করে। আশপাশের লোকজন ছুটে এসে ইউনুছ নামের একজনকে ধরে পিটুনি দিয়ে চলে যায়। খবর পেয়ে চান্দিনা থানার পুলিশ আহত ডাকাতকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টায় ইউনুছ মারা যায়। তাঁর বিরুদ্ধে চান্দিনা থানায় আরো চারটি ডাকাতির মামলা রয়েছে বলে জানান ওসি।