ময়মনসিংহে শিবিরের ৪ নেতাকর্মী আটক
ময়মনসিংহ কোতোয়ালি থানার পুলিশ গত ২৪ ঘণ্টায় ইসলামী ছাত্রশিবিরের চার নেতা-কর্মীকে আটক করছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, আজ দুপুরে শহরের বর্ণমালা চত্বর থেকে সাংগঠনিক মিছিল করার সময় আটক করা হয় শিবিরের সাথী মো. সাত্তার ও শফিউর রহমানকে। তাঁদের বাড়ি ফুলবাড়িয়া উপজেলায়। এ ছাড়া গতকাল দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা শিবিরের সভাপতি রাশিদুল ও উত্তর জেলা শিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদকে ২০ দলের মিছিল শেষে ফেরার পথে আটক করা হয়।