সাবেক ছিটমহলের বাসিন্দারা পাচ্ছেন ভারতের অস্থায়ী পরিচয়পত্র
বাংলাদেশে অবস্থিত সাবেক ভারতীয় ছিটমহলগুলোর বাসিন্দাদের মধ্যে অস্থায়ী গমনাগমন পাস ও অস্থায়ী পরিচয়পত্র দেওয়া শুরু হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ ডাকবাংলোয় আনুষ্ঠানিকভাবে এ গমনাগমন পাস ও অস্থায়ী পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরন।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজমের সভাপতিত্বে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের উপহাইকমিশনার সন্দীপ মিত্র, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফিকুল ইসলাম প্রমুখ।
পঞ্চগড়ের ৩৬টি সদ্য বিলুপ্ত ছিটমহলের মোট ৪৮৭ জন ভারতে যাওয়ার আবেদন করেছেন। এঁদের মধ্যে পঞ্চগড় সদর উপজেলা থেকে চারজন, বোদা উপজেলা থেকে ৫২ জন ও দেবীগঞ্জ উপজেলা থেকে ৪৩১ জন।
চুক্তি অনুযায়ী আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ভারতীয় পরিচয়প্রাপ্তরা বাংলাদেশে অবস্থান করতে পারবেন। বাংলাদেশে অবস্থিত পূর্বতন ভারতীয় ১১১টি ছিটমহলের মোট ৯৮৭ জন ভারতে নাগরিকত্বপ্রত্যাশী এই অস্থায়ী গমনাগমন পাস পাবেন। পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতীয় হাইকমিশনের দেওয়া বিশেষ পরিচয়পত্রধারীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে লালমনিরহাটের বুড়িমারীসহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন।
১৯৭৪ সালের স্থলসীমান্ত চুক্তি এবং এ চুক্তির ২০১১ সালের প্রটোকল বাস্তবায়নের অংশ হিসেবে ভারতীয় হাইকমিশন এ ভ্রমণ বা পরিচয়পত্র দেবে। চুক্তি অনুযায়ী আগামী ৩০ নভেম্বর অনুমোদিত চেকপোস্ট দিয়ে আবেদনকারী ভারতীয় নাগরিকরা দেশটিতে যেতে পারবেন।
এদিকে লালমনিরহাট ও কুড়িগ্রাম এলাকার সাবেক ছিটমহলেও একই ধরনের গমনাগমন পাস ও অস্থায়ী পরিচয়পত্র দেওয়া হয়েছে ভারতীয় বাসিন্দাদের।
এ কারণে লালমনিরহাট জেলার হাতীবান্ধার গোতামারী ও পাটগ্রামের বাঁশকাটা ছিটমহলে দুটি ক্যাম্প করা হয়েছে। আগামীকালও চলবে পরিচয়পত্র বিতরণ।
ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি এবং প্রশাসনের লোকজন যৌথভাবে ক্যাম্প দুটিতে ভারতগামী সাবেক ছিটমহলবাসীদের হাতে তুলে দিচ্ছেন এসব পরিচয়পত্র।
লালমনিরহাটের বিলুপ্ত বিভিন্ন ছিটমহল থেকে ভারত যেতে মোট ১৯৫ জন মানুষ নাম নিবন্ধন করেছিলেন।
আজ সোমবার সকাল ৯টা থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়ার কালিরহাট বাজারে ও ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে জেলার সাবেক ১২টি ছিটমহলের ভারতীয় বাসিন্দাদের গমনাগমন পাস ও অস্থায়ী পরিচয়পত্র দেওয়া হয়েছে।
রাজশাহীতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের স্টাফ সদস্য তিমির ঘোষের নেতৃত্বে দুটি প্রতিনিধিদল এসব বিতরণ শুরু করেছে। বিতরণ চলবে আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত।
কুড়িগ্রামের ১২টি ছিটমহল থেকে ভারতে যেতে ইচ্ছুক ৩০৫ জনকে গমনাগমন পাস ও অস্থায়ী পরিচয়পত্র দেওয়া হচ্ছে। এ সময় সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন পঞ্চগড় প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবু ও কুড়িগ্রাম প্রতিনিধি হাসিবুর রহমান হাসিব।)