এই উপলব্ধি আমাদের গর্বিত করেছে : মমতা
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যাঁরা রাজপথ রাঙিয়েছিলেন, গভীর শ্রদ্ধায় তাঁদের স্মরণ করতেই একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন সফরসঙ্গী মুনমুন সেন, প্রসেনজিৎ, দেব, নচিকেতাসহ অন্যরা।
শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন মমতা ও তাঁর সঙ্গীরা। বাংলাদেশ সফরে আসা মমতার সাথে শহীদ মিনারেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম দেখা হয়। সেখানে কিছু সময় কুশল বিনিময় করেন তাঁরা।
এ সময় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হৃদয়ের মধ্যে একটা আলোড়ন হচ্ছে, সেটা বোঝানো যাবে না কথা বলে। আমার কাঁটা দিচ্ছে গায়ে। ভাষা দিয়ে, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়। অনেক কাজের মধ্যেও এই উপলব্ধি আমাদের সবাইকে গর্বিত করেছে।’
এ ছাড়া ব্রিটিশ হাউস অব লর্ডসের স্পিকার ব্যারেনেস ডি-সুজাও বাংলাদেশের ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।