নেত্রকোনায় বিনা মূল্যে চক্ষু সেবা
নেত্রকোনায় বিনা মূল্যে চোখের সেবা দিতে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। নেত্রকোনা সাতপাই চক্ষু হাসপাতালের উদ্যোগে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
আজ সোমবার দুপুরে নেত্রকোনা শহরের সাতপাই চক্ষু হাসপাতালে চক্ষু শিবিরের অস্ত্রোপচার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক ও সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিয়র রহমান খান, সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার, প্রবীণ চিকিৎসক এম এ হামিদ খান, ক্যাপ্টেন (অব.) কামাল আজাদ, প্রবীণ শিক্ষক মো. ছায়েদুর রহমান, জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মাজারুল ইসলাম প্রমুখ।
জেলা পরিষদ নেত্রকোনার সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসক ডা. পলাশ মজুমদার ৩০ জন রোগীর চোখে লেন্স সংযোজন করেন। এর আগে ৩০০ রোগীকে চিকিৎসাসেবা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। বাকিদের অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়।