বরগুনায় এনটিভির ১৫ বছর পূর্তি উদযাপন
এনটিভির ১৫ বছর পূর্তি উপলক্ষে বরগুনায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বরগুনা প্রেসক্লাবে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মনোয়ার।
বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মো. মনির হোসেন কামালের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মুনিরুজ্জামান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহাবুদ্দীন সাবু, বরগুনার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. জাফর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা এনটিভি ও এনটিভিতে কর্মরত সবার সমৃদ্ধি ও শুভ কামনা করেন।