কারখানা খোলার দাবিতে কুমিল্লা ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ
বেতন-বোনাস প্রদানসহ কুমিল্লা ইপিজেডের একটি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে পোশাক শ্রমিকরা আজ সোমবার বিক্ষোভ মিছিল করেছে। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।
শ্রমিকরা জানান, কুমিল্লা ইপিজেডের বিএমটি গার্মেন্ট কর্তৃপক্ষ তাঁদের বকেয়া বেতন দিচ্ছে না। শ্রমিকরা গতকাল সকালে কারখানায় প্রবেশ করে কর্তৃপক্ষকে বেতন-বোনাস দেওয়ার দাবি জানান। কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন বোনাস না দিয়ে আজ সকালে গেটে অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ ঘোষণার নোটিশ ঝুলিয়ে গেটে তালা লগিয়ে দেয়। আজ সোমবার সকালে শ্রমিকরা কারখানায় কাজ করতে গিয়ে নোটিশ দেখতে পান। তাঁরা মালিকপক্ষের কাউকে না পেয়ে ইপিজেড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে দুপুরে বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে যান।
শ্রমিকরা জানান, তিন মাস ধরে তাঁরা কারখানা থেকে কোনো বেতন-বোনাস পাচ্ছে না। মালিকপক্ষ বেতন পরিশোধ করার আশ্বাস দিয়ে শ্রমিকদের কাছ থেকে সময় নেয়। আজ বেতন বোনাস না দিয়ে উল্টো কারখানা বন্ধ করে দেয়।