কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৪
কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় কুমিল্লা-সিলেট সড়কে আজ সোমবার সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার রফিকুল ইসলাম নিহত এবং চার যাত্রী আহত হয়েছেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে দেবীদ্বারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা দেবপুর বাজার এলাকায় পৌঁছালে মুরাদনগরের কোম্পানীগঞ্জ থেকে কুমিল্লাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী স্থানীয় দেবপুর গ্রামের সেনাবাহিনী থেকে অবসরে আসা নায়েক সুবেদার রফিকুল ইসলাম মারা যান। এ সময় অটোরিকশার আরো চার যাত্রী আহত হন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেবপুর ফাঁড়ি পুলিশ নিহত রফিকুল ইসলামের লাশ উদ্ধারসহ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করে।