ফেনীতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফেনীতে এনটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান হয়েছে।
অনুষ্ঠানে ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা শুভেচ্ছা বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন স্থানীয় দৈনিক পত্রিকাসহ সামাজিক সংগঠনের পক্ষ থেকে এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে ফেনী প্রতিনিধি ওছমান হারুন মাহমুদের হাতে পুষ্পস্তবক তুলে দেন।