হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নানা আয়োজনে হবিগঞ্জে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ সাগর, এয়ারলিংক ক্যাবল টিভি নেটওয়ার্কের চেয়ারম্যান নাজমুল আনাম খান তুহিন, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ।
এনটিভির কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, এই চ্যানেলটি অত্যন্ত নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশন করছে। পাশাপাশি বিনোদনের দিক থেকেও চ্যানেলটি অনেক এগিয়ে রয়েছে। পরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাডস কেজি অ্যান্ড হাই স্কুলের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে। এ ছাড়া হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা শিউলী রানী দাস তাঁর দল নিয়ে সঙ্গীত পরিবেশন করেন।