আগামীকালের পরীক্ষা পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি
হরতালের কারণে আরো একবার পরিবর্তন হলো চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার নির্ধারিত দিন। আগামীকাল ২২ ফেব্রুয়ারির নির্ধারিত রসায়ন, পৌরনীতি ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষা পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি, শনিবার দিন নির্ধারণ করা হয়েছে। ওইদিন সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। ২৪ ফেব্রুয়ারির পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
আজ শনিবার রাজধানীর হেয়ার রোডের বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। হরতালের কারণে এ নিয়ে চার দফায় পেছাল ২০১৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা।
চলমান অবরোধের মধ্যে আগামীকাল রোববার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার হরতালের ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গতকাল শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের সই করা এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
গত কয়েক সপ্তাহ ধরে ছুটির দিন ছাড়া সব কর্মদিবসে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। প্রথমে রবি থেকে বুধবার সকাল পর্যন্ত এই হরতাল ঘোষণা করা হয়, যা পরে শুক্রবার সকাল পর্যন্ত বাড়ানো হয়।
এর আগে ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর কথা থাকলেও হরতালের কারণ তা শুরু হয় ৬ ফেব্রুয়ারি শুক্রবার। এরপর ৪ ফেব্রুয়ারির পরীক্ষা হয় ৭ ফেব্রুয়ারি শনিবার। ৮ তারিখের পরীক্ষা নেওয়া হয় ১৩ ফেব্রুয়ারি এবং ১০ ফেব্রুয়ারির পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি। ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত পরীক্ষা নেওয়া হয়েছে গতকাল ২০ ফেব্রুয়ারি। আর ১৮ ফেব্রুয়ারির পরীক্ষার জন্য দিন নির্ধারণ করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে সারা দেশের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী।