গাইবান্ধায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালীতলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসে থাকা অন্তত ৩০ যাত্রী আহত হন।
আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে রংপুর ঢাকা-মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাইবান্ধা থেকে সোমা পরিবহনের একটি বাস রাজশাহী যাচ্ছিল। এ সময় বগুড়া থেকে আসা আগমনী এন্টারপ্রাইজের অপর একটি বাস রংপুরে যাচ্ছিল। বাস দুটি কালীতলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আগমনী এন্টারপ্রাইজের চালকসহ দুজন নিহত হন। এতে দুই বাসে থাকা নারী-পুরুষসহ অন্তত ৩০ যাত্রী হন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চার-পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত দুজনের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে, দুর্ঘটনার পর পরই রংপুর-ঢাকা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে দুপুর ১টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।