বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপ কেন অবৈধ নয়
বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সরকারের ভ্যাট আরোপ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী চার সপ্তাহের মধ্যে অর্থসচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, শিক্ষাসচিব, এনবিআর চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ভ্যাট আরোপ করে এনবিআরের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের প্রাথমিক শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি জে এন দেব চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম সালাউদ্দিন খান। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ইমরান এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী মেহেদি হাসান খান গত ২ সেপ্টেম্বর রিট আবেদনটি দায়ের করেন।
এ বিষয়ে রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট এ কে এম সালাউদ্দিন খান এনটিভি অনলাইনকে বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর করারোপ করা হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর করারোপ করা হয়নি। এটা বৈষম্যমূলক। সংবিধান অনুযায়ী একই দেশের নাগরিকদের ওপর দুই রকম নীতিমালা অবৈধ।’
এর আগে গত ৯ ও ২৪ আগস্ট হাইকোর্টের একই বেঞ্চ এ বিষয়ে আরো দুটি রুল জারি করেছিলেন।
গত ৪ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিক্যাল কলেজ ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করে এনবিআর প্রজ্ঞাপন জারি করে।