দুই পরিবারের ১০ জনকে অচেতন করে মালামাল লুট
কুমিল্লার কাপ্তানবাজারে একটি বাড়ি থেকে স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান মালামাল ও টাকা লুট করেছে এক প্রতারকচক্র। গতকাল সোমবার রাতে কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে শিশুসহ দুই পরিবারের ১০ জনকে অচেতন করে এ ঘটনা ঘটায়। অচেতন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তাদের লাকসাম রোডের কুমিল্লা টাওয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, কাপ্তানবাজারের দুই ভাই জসিম মিয়া ও মহসিন মিয়ার পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে প্রতিবেশীরা ওই বাড়ির সদস্যদের কোনো সাড়া-শব্দ না পেয়ে ডাকাকাকি করে। পরে সেখান থেকে ১০ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও ওসি জানান।
ওসি জানান, এই চোর চক্র বাড়িতে থাকা স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র ও টাকা লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।