প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে ৬ জনের কারাদণ্ড
প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় ছয় মাদকসেবীকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে গোয়ালন্দের স্থানীয় নিজামিয়া আরাবিয়া কওমি মাদ্রাসার পাশে রাস্তার ওপর বসে বাংলা মদ ও গাঁজা খাওয়ার সময় গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ ঘোষ তাদের হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলো—মোহাম্মদ আবদুল্লাহ (৩০), বাচ্চু সরদার (২৪), হাফিজুর রহমান (৩০), মঞ্জুর শেখ (২৮), মালেক শেখ (৪০) ও ইয়াকুব মোল্লা (২৮)। তাদের বাড়ি গোয়ালন্দ উপজেলার বিভিন্ন গ্রামে। গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল জানান, দণ্ডাদেশপ্রাপ্তদের রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।